শনিবারের ঘটনার পাঁচ দিন পর জানা গেল, দমদম জেলে নিহত অন্তত ৫, আহত ২৯। তিনজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুজনকে এখনও সনাক্ত করা যায় নি। এই হিসেব সম্পূর্ণ কি না, তা নিয়েও মতভেদ আছে। জেলের মেরামতি অথৈ জলে। বহু বন্দিকে অন্য জেলে পাঠানো হচ্ছে। খাওয়াদাওয়া স্বাভাবিক নয়। অধিকাংশই সর্বক্ষণ বন্দি। কারা গোলমাল করল, বাছাই চলছে।




























































































































