করোনায় সতর্কবার্তা বিরুষ্কার

0
25

করোনাভাইরাস সংক্রমণ রুখতে ২১ দিন লকডাউন দেশ জুড়ে। তারকারা সোশ্যাল মিডিয়া মাধ্যমে জনগণের কাছে অনুরোধ জানান সঠিকভাবে এই লকডাউন পালনের জন্য।

বুধবার সকালে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাকে একত্রে একটি ভিডিও শেয়ার করেন।
দুজন পাশাপাশ বসে দেশবাসীর উদ্দেশ্যে করোনাভাইরাস থেকে সাবধানে থাকার বার্তা দেন।
এই ভিডিও শেয়ার করে কোহলি লিখেছেন- “এই কঠিন পরীক্ষার সময় সকলকে একসঙ্গে সজাগ থেকে পরিস্থিতি সামাল দিতে হবে এবং যা বলা হয়েছে তা মেনে চলতে হবে”।
এরপর পোস্টটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়।