আতঙ্কের মধ্যেই কিছুটা স্বস্তি, নদীয়ার ২ জনের শরীরেই কোভিড-১৯ নেগেটিভ

0
65

সারা বিশ্ব-দেশের মতোই করোনা আতঙ্ক গ্রাস করেছে রাজ্যবাসীকে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর। শুধু নদীয়াজুড়ে নয়, স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী। নদীয়া জেলার দুই বাসিন্দার শরীরে মিলল না করোনা ভাইরাসের উপস্থিতি।

উল্লেখ্য, রানাঘাট ও নবদ্বীপের ওই দুই বাসিন্দা বিদেশ থেকে ফিরেছিলেন। বর্তমানে তাঁরা কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল এবং রানাঘাট মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। তাঁদের রক্তের নমুনা এদিন কলকাতায় নিয়ে আসা হয় পরীক্ষার জন্য। কিন্তু সেই রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ।