বুধবার সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে লাগু। কাল সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সময়সীমা বেঁধে দিল প্রশাসন। সকাল ৬টা থেকে বেলা ১০টার মধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মুদিখানা থেকে কাঁচা আনাজ, মাছ, মাংস, দুধ, রুটি কিনে নিতে হবে। তবে ওষুধের দোকান খোলা থাকবে সারাদিনই। নির্দিষ্ট সময়ে প্রতিটি দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব চিহ্নিত করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কিনে সকাল দশটার মধ্যে বাড়ি ঢুকে পড়তে হবে নির্দেশ প্রশাসনের।