বলুন তো কোথাকার ছবি?

0
25

দমদম বিমানবন্দর। ৩১মার্চ অবধি উড়ান উড়বে না। ফলে উড়ান নেই, কর্মীও কার্যত নেই, নেই যাত্রীও। বিমানবন্দরের জন্মের পর থেকে এমন দৃশ্য বিরল নয়, এই প্রথম। সেই দৃশ্যের সাক্ষী থাকল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’এর চিত্র সাংবাদিক সঞ্জয় বিশ্বাসের ক্যামেরা।