লক ডাউন ব্রেকে হাজরা মোড়ে লাঠিচার্জ পুলিশের, স্প্রে জীবাণু মুক্ত করা হল রাস্তা

0
50

লক ডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পুলিশ। লক ডাউন ভাঙার জন্য দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। আজ, বুধবার সকালে হাজরা, কালীঘাট ও রাসবিহারী মোড়ে পুলিশ টহল দেয়। প্রথমে জনতার কাছে পুলিশ জানতে চায়, কেন তারা ঘরের বাইরে। যাদের উত্তরে সন্তুষ্ট হয়নি তাদের লাঠির ঘা দিয়ে এলাকা ছাড়া করেছে পুলিশ।

তবে লক ডাউনে অনেকেই আইন মেনেছেন। কালীঘাট মন্দির চত্বরে বুধবার ছিল শুনশান। বন্ধ ছিল দোকান। এমনকী, কালীঘাটের মন্দিরের সমস্ত গেট বন্ধ করা ছিল। কোনও পুণ্যার্থী এদিন মন্দির চত্বরের আসেননি।

পাশাপশি, দক্ষিণ কলকাতার রাস্তাও রাসায়নিক দিয়ে পরিষ্কার করে কলকাতা পুরসভা। করোনার জীবানু রাস্তায় মারতে সকালেই অত্যাধুনিক মেশিন দিয়ে রাস্তায় স্প্রে করে কলকাতা পুরসভার কর্মীরা। এককথায় করোনার যুদ্ধে জয়ী হওয়ার জন্য সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন কলকাতা পুরসভার কর্মী ও কলকাতা পুলিশ।