মহাভারতের যুদ্ধ ১৮দিনের, করোনা যুদ্ধ ২১দিনের : মোদি

0
36

নিজের কেন্দ্র বারণসীর মানুষের উদ্দেশে ভাষণে ফের করোনা মোকাবিলায় জনবিচ্ছিন্নতার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে দিল্লি থেকেই সরাসরি ভিডিওতে প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মহাভারতের যুদ্ধ হয়েছিল ১৮ দিনের, আর এই যুদ্ধ ২১ দিনের। আর এই যুদ্ধে আমরা জিতবই যদি সকলে হাত মেলাতে পারি। মোদির দাবি, কাশী সারা দেশের মানুষের কাছে উদাহরণ হতে পারে। সৌহার্দ্য, সৌজন্য, সংহতির উদাহরণ। তাঁর আবেদন, আসুন, এই ২১ দিনে প্রত্যেকে অন্তত ৯টি দুঃস্থ পরিবারকে সাহায্য করি। তবে ডাক্তার স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী কিংবা নার্সিং স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করলে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তা তিনি সাফ জানিয়েছেন। এই মুহূর্তে ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব তৈরি করাই আমাদের লক্ষ্য। আর যারা এটাকে এখনও হাল্কা ভাবে নিচ্ছেন, তারা ভুল করছেন। তিনি বলেন, নির্দেশ পালন করুন। তাহলে ১৩০ কোটির দেশ এই যুদ্ধে নিশ্চিত জিতবে।