করোনা মোকাবিলায় সবাইকে একসঙ্গে মিলে লড়াইয়ের ডাক দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। “প্রিন্স অফ ক্যালকাটা” একটি ভিডিও বার্তায় সরকারি নির্দেশ মেনে সকলকে গৃহবন্দি থাকার আবেদন করেছেন।
করোনা সংক্রমণ আটকাতে দেশজুড়ে ২১ দিন লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। ভিডিও বার্তাতেও মহারাজ বলেন, “করোনা সংক্রমণ আটকাতে আইসোলেশনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা খুব কঠিন পরীক্ষার। কিন্তু আমাদের এটা পালন করতেই হবে। কেন্দ্র, রাজ্য সরকার যা নির্দেশ দিচ্ছে সেগুলো মেনে চলুন। স্বাস্থ্য দফতর ও চিকিৎসকদের পরামর্শ শুনুন। নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে নিজেকে গৃহবন্দি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানি এটা করা কঠিন, কিন্তু আমাদের করতেই হবে। তাহলেই হয়তো এভাবে আমরা করোনা ভাইরাসকে হারাতে পারব।”




























































































































