সকালে বহু জায়গায় বাজারে ভিড়

0
24

বুধবার ২১ দিনের লকডাউনের প্রথম সকালে বেশ কিছু এলাকায় বাজারে ভিড়। সবজিবাজার চালু। জরুরি সামগ্রী আছে। অনেকে বেশি কিনছেন বলে কিছু সামগ্রী শেষ হয়ে যাচ্ছে। যাঁরা বাজারে গেছেন সকলেই প্রায় মুখে মাস্ক। ছোঁয়া বাঁচাচ্ছেন তাঁরা। তবু কোথাও কোথাও এই ভিড় চিনতার কারণ হচ্ছে। রাস্তায় আজও পুলিশ আছে। জরুরি কাজ ছাড়া বেরোলেই আটকাচ্ছে। কোথাও লাঠির দুঘা দিচ্ছে। আবার কিছু কিছু মহল্লা লকডাউন উড়িয়ে রাস্তায় থাকলেও পুলিশ যাচ্ছে না। তেমন কিছু ঘটনাও আছে।