করোনা সংকট: ছ’মাসের জন্য মুক্তি পেলেন খালেদা জিয়া

0
27

দু’বছর পর ছ’মাসের জন্য জেলমুক্ত হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

বিশ্বজোড়া করোনা মহামারীর জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৭ বছরের কারাদণ্ড সাময়িক স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করল শেখ হাসিনা সরকার। একাধিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত খালেদা জিয়াকে ছ’মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হচ্ছে। এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না। বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। করোনাজনিত পরিস্থিতিতে মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লিগ সরকার। জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টানা জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ থেকে মুক্ত হয়ে ভাইয়ের বাড়ি উঠেছেন কারামুক্ত নেত্রী।