করোনাভাইরাসের জেরে এবার মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।আজ বুধবার সকাল থেকে দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী।
আজ থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার থেকে পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা স্থানীয় প্রশাসনকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবেন।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন সেনাসদস্যরা। এ ছাড়া বিভাগ এবং জেলাপর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে সেনাবাহিনী।
ইতিমধ্যেই আজ রাত ১২ টা থেকে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে হাসিনা সরকার ।
এরআগে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সব ধরণের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে পণ্য পরিবহনের জন্য মালবাহী ট্রেনগুলি চলাচল করবে বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার থেকে সারাদেশে নৌপথে লঞ্চ, ছোট নৌকাসহ সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , বাংলাদেশে সব ধরণের গণপরিবহন বৃহস্পতিবার থেকে ‘লকডাউন’ করা হবে। বাংলাদেশের কোনও সড়কে কোনও রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না।
এই লকডাউন কার্যকর থাকবে পরবর্তী দশদিন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.