লকডাউনের মধ্যেও নীরবে ফোনে কাজ করে যাচ্ছে পিকের টিম

0
20

করোনাযুদ্ধ। লকডাউন। সরকার তার কর্তব্য করছে। আর তার মধ্যেই প্রচারের বাইরে নীরবে তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতির কাজ করে যাচ্ছে পিকের টিম। বাড়ি থেকে। ফোনে ফোনে। বহু এলাকায় ফোন যাচ্ছে প্রার্থী, পরিষেবা নিয়ে মতামত জানাতে। পুরভোটের সঙ্গে বিধানসভা ভোটেরও জমি তৈরি থাকছে। তাছাড়া ‘দিদিকে বলো’ ফোন লাইন খোলা। মানুষ উত্তর পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন ঝকঝকে পেজও দেখা যাচ্ছে। এটা স্পষ্ট যে অভিষেক এর মধ্যেও সময় নষ্ট চান না। একদিকে সরকার ও দল মানুষের কাজ করছে। অন্যদিকে নিজস্ব টিম নিয়ে তিনি সাংগঠনিক কাজগুলো এগিয়ে রাখছেন।