মারণ করোনা ভাইরাস মোকাবিলায় এবার বড় পদক্ষেপ নিলো পশ্চিমবঙ্গ ইমাম এসোসিয়েশন। রাজ্যের সমস্ত মসজিদ কর্তৃপক্ষ, ইমাম, সেক্রেটারি, মোতোয়াল্লিদের কাছে তারা আবেদন জানাচ্ছেন, যেন আগামীকাল বুধবার থেকে সাধারণ মানুষের জন্য মসজিদের গেট বন্ধ করা হয়। আগামী ৯ এপ্রিল সবেবরাতের দিন পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
সকলকে নিজেদের বাড়িতে নামাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে। তবে ইমাম ৪ থেকে ৫ জনকে নিয়ে নিয়মিত আজান দিতে পারবেন মসজিদে। একইসঙ্গে রমজানের আগে সকলের সুস্থতা প্রার্থনা করা হয়েছে পশ্চিমবঙ্গ ইমাম এসোসিয়েশনের পক্ষ থেকে।
 





























































































































