করোনা আতঙ্কে ধুঁকছে দেশ, এরইমধ্যে রাষ্ট্রপতি ভবনের সংস্কারের জন্য বরাদ্দ করা হলো কুড়ি হাজার কোটি টাকা

0
45

ভোল বদলে যাবে রাষ্ট্রপতি ভবন ও তার সংলগ্ন এলাকার। গোটা এলাকার সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য মোদি সরকার বরাদ্দ করল কুড়ি হাজার কোটি টাকা।গোটা দেশজুড়ে করোনা আতঙ্ক। তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার।গত বছরই প্রস্তাব দিয়েছিল কেন্দ্র।

সেই প্রস্তাবই গত সপ্তাহে সবার অলক্ষ্যেই পাশ হয়ে গিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২২ এ স্বাধীনতা দিবসের আগেই ঢেলে সাজানো হবে দিল্লির পাওয়ার করিডোর।