শুধু লক ডাউন করলেই হবে না, রাস্তা-ঘাট একেবারে জনশূন্য করতে হবে। যাদের ঘর আছে তাঁরা তো গৃহবন্দি থাকবেন, কিন্তু যাদের মাথার উপর ছাদ নেই তাদের কী হবে? যে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজের জীবন বাজি রেখে করোনা মোকাবিলা করছেন, সেখানে সব সমস্যার সমাধান সম্ভব।
তাই নিশ্চিন্তে কলকাতা শহরের রাস্তার ভবঘুরে, ভিখারিরাও। করোনা গ্রাস থেকে তাঁদের রক্ষা করতে শহরের বিভিন্ন রাত্রিনিবাসে সরানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভার। আশ্রয়হীন ভবঘুরে ও ভিখারিদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রাত্রিনিবাসে রাখার ব্যবস্থা করা হয়েছে।
কলকাতায় ৪২টি রাত্রিনিবাস রয়েছে। কলকাতা পুলিশের সহযোগিতায় সেই রাত্রিনিবাসগুলিতে তাঁদের সুরক্ষার জন্য স্যানিটাইজিং–এর ব্যবস্থা করা হচ্ছে। রাত্রিনিবাসের কর্মীদের জন্য ইতিমধ্যে মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে। লক ডাউন চলা পর্যন্ত আশ্রয়হীনদের রাত্রিনিবাসে থাকা-খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। পুরসভার বিভিন্ন স্কুলগুলিতেও অনেক আশ্রয়হীনকে রাখার ব্যবস্থা নিয়েছে পুরসভা।




























































































































