দেশরাজ্য করোনার জন্য পিছোচ্ছে রাজ্যসভা ভোট By EBBS Desk - March 24, 2020 0 22 FacebookTwitterPinterestWhatsApp করোনা পরিস্থিতির জন্য পিছোচ্ছে রাজ্যসভা ভোট। ৩১ মার্চ রিভিউ মিটিং করে পরে দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ২৬ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন বহু প্রার্থী।