প্রায় আট মাস বাদে আজই ছাড়া পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তাঁকে পাবলিক সেফটি আইনে আটক রাখা হয়েছিল। তাঁর আটককে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তাঁর বোন। আদালত এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চায়। অবশেষে তার আগেই মুক্তি পেলেন ওমর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ছাড়া পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ওমরের বাবা ফারুক আবদুল্লা। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর বহু রাজনীতিককেই আইনশৃঙ্খলাজনিত কারণে আটক করা হয়। এখনও আটক আছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।