এবার উত্তরপূর্ব ভারতেও করোনার থাবা! আক্রান্ত মনিপুরী যুবতী

0
26

এবার উত্তরপূর্ব ভারতেও থাবা মারলো মারণ ভাইরাস করোনা। আজ, মঙ্গলবার মণিপুরের এক মহিলার শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। জানা গিয়েছে, ২৩ বছর বয়সি ওই মহিলা ব্রিটেনে পড়াশোনা করেন। সেখান সদ্য দেশে ফিরেছেন। এখন সে করোনা সংক্রমণে আক্রান্ত হন।

ইতিমধ্যেই ওই তরুণীর চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কোয়রেন্টাইন করা হয়েছে।

গোটা দেশের মতো লক ডাউন চলছে মণিপুরেও। কিন্তু তার মধ্যেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এতদিন পর্যন্ত উত্তরপূর্ব ভারত এই সংক্রমণের বাইরে ছিল। কিন্তু আতঙ্ক বাড়িয়ে দিলো বিলেত ফেরত তরুণী।