লকডাউন উপেক্ষা: উত্তর ২৪ পরগনার বাজারে ভিড়

0
121

লকডাউন উপেক্ষা করে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার সবজি এবং মাছের বাজারে চলছে দেদার কেনাবেচা। বারাকপুর শিল্পাঞ্চলের বেলঘড়িয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খড়দহের দোপেরে আড়ত, ওয়ারলেস মোড়, শ্যামনগর বাসুদেবপুর, কাঁকিনাড়ার পানপুর আড়ত, বারাসতের কাছারি বাজার-সহ বিভিন্ন জায়গায় বিধি-নিষেধের তোয়াক্কা না করে চলছে ভিড় করে বিকিকিনি। কেউ বলছেন, “মজুূত আছে কী করবো?”, কেউ বলছেন, ‘স্থানীয় থানা থেকে অনুমতি নিয়ে খুলেছি’। কারও মতে, “আামরা এই আওতার বাইরে”। প্রশাসনের সামনেই চলছে ভিড় করে বাজার করা। বাজারে দাম ঠিক আছে কি না তা দেখতে গিয়েছেন ইবি দফতরের কর্মীরা। কিন্তু তাঁরাও কোনোরকম সচেতনতার কথা, বোঝানোর চেষ্টা করছেন না বলে অভিযোগ।