লক ডাউন অমান্য, হুগলিতে ধরপাকড়

0
80

করোনা মোকাবিলায় লক ডাউন উপেক্ষার ছবি ধরা পড়ছে বিভিন্ন জেলায়। লক ডাউন চলাকালীন মঙ্গলবার সকালে আইন অমান্য ও অবৈধ জমায়েতের কারণে উত্তরপাড়ার কাঁঠালবাগান বাজার, শখের বাজার-সহ বিভিন্ন জায়গা থেকে ১০ জনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

কোন্নগরে লাঠি চালিয়ে দোকান বন্ধ করাতে বাধ্য হয় পুলিশ।