চায়ের দোকানে হানা পুলিশের, তাড়া খেলেন খরিদ্দাররা

0
50

আজ, মঙ্গলবার লক ডাউনের প্রথম সকালে বেহালার ঠাকুরপুকুর থানার পুলিশ এলাকায় এলাকায় মাইক নিয়ে সচেতনতার প্রচার করে। অন্যদিকে, যেসব দোকান, চায়ের দোকানে ভিড় দেখছে পুলিশ, সেখানে গিয়ে তাদের দোকান বন্ধ করে। যারা দোকানে চা খাচ্ছিল তাদের তাড়া করা হয়।

বাড়ি থেকে কাজ ছাড়া কেউ যেন না বেরোয়। কিছু হোটেল খুলে ছিল, সেগুলোকেও বন্ধ করে দেয়।