করোনা ত্রাসে আতঙ্কিত গোটা পৃথিবী। সতর্কতা অবলম্বনে রবিবার রাত থেকে আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এই অবস্থায় ফিলিপিন্সে আটকে রয়েছেন কয়েকশো ভারতীয়। বিমান বন্ধ থাকায় বিমানবন্দরে রাত কাটিয়েছেন তাঁরা।
রবিবার রাতেই যাঁদের দেশে ফেরার বিমান ধরার কথা ছিল, সকলেই আটকে পড়েন ম্যানিলা বিমানবন্দরে।
দুদিন বিমানবন্দরে অপেক্ষা করার পর হতাশ হয়ে ফিরে গিয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের আর্জি “দু’রাত বিমানবন্দরে কাটিয়েছি। কোন বিমান পাইনি। আমরা বাড়ি ফিরতে চাই। প্ভয় পাচ্ছি।”
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি ফিলিপিন্স। আক্রান্তের সংখ্যা ৩৮০। মৃত্যু হয়েছে ২৫ জনের। আটকে থাকা বেশিরভাগ পড়ুয়া মেট্রো ম্যানিলার ইউনিভার্সিটি অব পারপেচুয়াল হেল্পের। এক পড়ুয়া দিব্যেশ কেকানে বলেন, “সপ্তাহ খানেক আগে লকডাউন চালু হয়েছে। তাতে পরিস্থিতি পাল্টায় নি। আমার অ্যাপার্টমেন্টেই একজন কোভিড-১৯ আক্রান্ত। অথচ তাঁকে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেই।”































































































































