জিএসটি, আয়কর রিটার্ন জমা: সময়সীমা বাড়ল তিন মাস

0
32

করোনা বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে একগুচ্ছ ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

জিএসটি রিটার্ন এবং আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ল। এই দুটি ক্ষেত্রেই রিটার্ন জমা করার সময় তিন মাস বেড়ে হল ৩০ জুন। মঙ্গলবার জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্চ, এপ্রিল, মে মাসের জিএসটি ৩০ জুনের মধ্যে জমা দিলে দেরির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও আর্থিক জরিমানা দিতে হবে না। বড় কোম্পানির ক্ষেত্রে জরিমানা বাবদ সুদের পরিমাণ হবে ৯ শতাংশ। করোনা পরিস্থিতির জন্য দেশে আর্থিক জরুরি অবস্থা জারির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমাও বেড়ে হচ্ছে ৩০ জুন। আগামী তিন মাসের জন্য ডিজিটাল ট্রেড লেনদেনের চার্জ কমানো হচ্ছে। এই তিন মাস যে কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে অন্য যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে কোনও সার্ভিস চার্জ লাগবে না। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়মও তিন মাসের জন্য মকুব করা হচ্ছে। আমদানি-রফতানির ক্ষেত্রেও তিন মাসের জন্য নির্দিষ্ট ছাড় দেবে অর্থমন্ত্রক।