করোনা মোকাবেলায় বার্তা দিতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার, রাত আটটায় ভাষণ দেবেন তিনি। করোনা পরিস্থিতিতে মোদি কী বার্তা দেন, তার দিকে নজর সারা দেশের। এর আগে গত শুক্রবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ২২ মার্চ ‘জনতা কার্ফু’-র ডাক দিয়েছিলেন। সে মতো দেশের বেশিরভাগই মানুষই সেটা মেনে ছিলেন। এদিন রাত ৮ টায় তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় কী বার্তা দেন সেটাই দেখার।