একদিকে করোনাযুদ্ধে লকডাউন চলছে। অন্যদিকে রক্তের চাহিদাও বাড়বে। জমায়েত বা সভা না করে রক্তদানের অভিনব উদ্যোগ নিয়েছেন তৃণমূল যুবনেতা প্রিয়াঙ্ক পান্ডে। সরাসরি মানিকতলা ব্লাড ব্যাঙ্কে রক্তদান হবে। পাঁচজন করে করে রক্তদাতা গিয়ে রক্ত দেবেন। ভিড় হবে না। কোনো মাইক বাজানো অনুষ্ঠান হবে না। নীরবে এই কাজটি হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে এই রক্তদান শুরুর কথা জানিয়েছেন প্রিয়াঙ্ক।