করোনা আক্রান্তের মৃত্যু হল মুম্বইয়ে। গত ১০ মার্চ আরব আমিরশাহী থেকে মুম্বই ফেরেন ওই বৃদ্ধ। তারপর ১৫ মার্চ যান আমদাবাদে। আমদাবাদ থেকে ফিরে ২০ মার্চ ভর্তি হন মুম্বইয়ের এক হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। এই নিয়ে মহারাষ্ট্রে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।































































































































