করোনার কারণে আন্তর্জাতিক উড়ান আগেই বন্ধ হয়েছে৷ এবার অভ্যন্তরীণ উড়ানও বন্ধ হচ্ছে।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,
“গোটা দেশ করোনার কোপে। কেন্দ্র-রাজ্য একাধিক পদক্ষেপ করছে। আমরা একসঙ্গে COVID -19 এর বিরুদ্ধে লড়ছি। পশ্চিমবঙ্গ সরকার করোনা সংক্রমণ আটকাতে একাধিক পদক্ষেপ করেছে। রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃরাজ্য গণপরিবহণ, রেল, মেট্রো বন্ধ।
আমরা দেখছি এখনও কেন্দ্র দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ করেনি। তাতে গুরুতর বিধি ভাঙা হচ্ছে। রাজ্যে আসা সব বিমান চলাচল অবিলম্বে বন্ধের অনুরোধ করছি। তার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমানো যাবে।”
আর তার পরই কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো,
আজ, মঙ্গলবার, মধ্যরাত থেকে ভারতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে সব অভ্যন্তরীণ উড়ান। চালু থাকবে শুধু পণ্যবাহী বিমান৷ পণ্যবাহী বা কার্গো উড়ান চলাচলে কোনও বিধিনিষেধ নেই।যাঁরা মঙ্গলবার মাঝরাতের পরের উড়ানের টিকিট কেটেছেন, তাঁদের টিকিটের টাকা ফেরত দেবে বিমান সংস্থাগুলি।






























































































































