করোনা সংক্রমণ রুখতে সোমবার বিকেলের পর থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য জুড়ে। মঙ্গলবার, সকাল থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের টহলদারি। লকডাউনের দ্বিতীয় দিন থেকেই কঠোরভাবে কাজ করছেন পুলিশ। বহরমপুরের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চলছে। রাস্তায় অপ্রয়োজনীয় গাড়ি চলাচল যাতে না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া গাড়ি নিয়ে বেরোলে গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লকডাউন আইন ভাঙার জন্য ২০ জনকে জেলা থেকে গ্রেফতার করা হয়। রাস্তার কোথাও জামায়াত দেখলেই তাঁদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন রাজ্যের মানুষ যাতে এই লকডাউনের নির্দেশ মানতে বাধ্য হয়, তার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কড়া আইনি পদক্ষেপ।





























































































































