কেন হঠাৎ দিলীপ ঘোষের নামে ওয়েবসাইট? জেনে নিন

0
45

বঙ্গ গেরুয়া শিবিরে ক্রমেই বাড়ছে দিলীপ ঘোষের গুরুত্ব, আর তাই দিলীপ ঘোষের নামে ওয়েবসাইট লঞ্চ করল পদ্ম শিবির। ‘দিলীপ ঘোষ ডট অনলাইন’ নামে এই নতুন ওয়েবসাইটটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কথা ভেবে বানানো হয়নি বলে দাবি বিজেপি শিবিরের। রাজ্য বিজেপির জন্য ওয়েবসাইট বহুদিন ধরেই ছিল, এবারে রাজ্য বিজেপির সভাপতির জন্য তৈরি ওয়েবসাইট, নজর কেড়েছে রাজনৈতিক মহলে। রাজ্য বিজেপির অন্দর মহলের দাবি যেহেতু দিলীপ ঘোষের প্রতি প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের বাঙ্গালীদের উৎসাহ বাড়ছে তাই তাদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি হয়েছে এই ওয়েবসাইটটি। আসন্ন বিধানসভার আগে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি প্রধান মুখ হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।