লকডাউনে, চিকিৎসা মহলের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

0
76

করোনা সংক্রমণ রোধে সোমবার বিকেল পাঁচটা থেকে রাজ্যে লকডাউন করা হচ্ছে। এর জেরে বন্ধ থাকবে পরিবহন। ফলে, হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে সমস্যা দেখা দেবে। এর প্রেক্ষিতে হাসপাতাল সংলগ্ন এলাকায় অর্থাৎ হোটেল, গেস্ট হাউজে তাঁদের রাখার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু ট্রেন, মেট্রো, বাস অটো, বন্ধ থাকায় তাঁদের পক্ষে যাতায়াত করা সমস্যা হয়ে দাঁড়াবে। সেই কারণেই হাসপাতালের কাছেই কোনও হোটেল, গেস্ট হাউজে তাঁদের থাকার বন্দোবস্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।