দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন অনেকেই লক ডাউনের সিদ্ধান্তকে তোয়াক্কা করছেন না। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া ভাবেই তিনি রাজ্য সরকারগুলিকে বার্তা দেন, লক ডাউন ভাঙলে তারা যেন কড়া আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।
সোমবার, সকালে নিজের টুইটার হ্যান্ডেল প্রধানমন্ত্রী লেখেন, এখনও কেউ কেউ লক ডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। এরপরে মোদি আবেদন জানান, “দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। সরকার যে নির্দেশ দিয়েছে সেগুলি পালন করুন।”

ইতিমধ্যে দেশের ১৩ টি রাজ্য ও ৮০ টি জেলায় লক ডাউন শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও বিকেল ৫ টার পরে জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
কিন্তু এখনও অনেকেই লক ডাউনকে গুরুত্ব দিচ্ছেন না বলে অসন্তুষ্ট নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, ক্যাবিনেট সচিবের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, লক ডাউন ভাঙলে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ করতে হবে, যাতে বাকিরা সচেতন হয়।






























































































































