১৫ মাসের কংগ্রেস সরকারের পতনের পর প্রত্যাশিতভাবেই মধ্যপ্রদেশের ক্ষমতার রাশ এল বিজেপির হাতে। সোমবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের ধাক্কায় শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের রাজ্যপাট যেভাবে হাতছাড়া হল তা নিঃসন্দেহে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে বিরাট ধাক্কা। সিন্ধিয়ার পথে হেঁটে তাঁর অনুগামী ২২ জন বিধায়ক পদত্যাগের পরই সংখ্যাগরিষ্ঠতা হারায় কমল নাথ সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোট নেওয়ার কথা থাকলেও তার আগেই ইস্তফা দেন কমল নাথ। তারপরই ফের কুর্সিতে ফের শিবরাজ।