আমেরিকা ফেরত পরিবার আবাসনে, বাসিন্দারা পাঠালেন কোয়ারান্টাইনে

0
54

ইএম বাইপাসের গায়ে একটি অভিজাত আবাসন থেকে তিনজনকে পাঠানো হলো রাজারহাটের হোম কোয়ার‍্যান্টিনে। ওই দম্পতি ও তাঁর মেয়ে আমেরিকা থেকে ফিরে আসার পর সকলের সঙ্গেই থাকছিলেন, লিফটও ব্যবহার করছিলেন। তাঁরা যে করোনা নেগেটিভ, তার প্রমাণ দেখাতে পারেননি। এরপর ফ্ল্যাটের বাসিন্দারাই পুলিশকে ফোন করেন। আসেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। সোমবার বিকেলে তিনজনকেই পাঠানো হয় রাজারহাটের কোয়ারান্টাইনে। ফ্ল্যাটে ৮০ জন বাসিন্দা রয়েছেন। তাঁরা বলেন, পরিবারটি রক্ষীদের হুমকিও দেন বলে অভিযোগ।