করোনার জের, স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ

0
27

উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ পিছিয়ে দেওয়া হলো। রবিবার এক বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, করোনার জেরে লকডাউনের কারণে সংসদের কলকাতা সহ সব রিজিওনাল অফিস

২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষা পরবর্তী কাজ যেমন, উত্তরপত্র জমা দেওয়া বা উত্তরপত্র বিলি বন্টন ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। উত্তরপত্র রাখা থাকবে পরীক্ষকদের কাছে। পরবর্তী নোটিশ দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংসদ। তবে উত্তরপত্রের যাবতীয় কাজ শেষ করে রাখতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, করোনা সতর্কতায় ইতিমধ্যে ২৩, ২৫ এবং ২৭ মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা।