বন্ধ হোক উড়ান। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে মমতা বলেন, এখনও অন্তর্দেশীয় বিমান চলাচল করছে। অবিলম্বে বন্ধ করা হোক। দমদম বিমানবন্দরে সোমবারও বিমান ওঠানাম করছে। এই বিমানের যাত্রীদের থেকে ভাইরাস দ্রুত ছড়াচ্ছে বলে অভিমত। তাই কেন্দ্র রেল পরিষেবার মতো অবিলম্বে বিমান পরিবহন নিয়েও ব্যবস্থা নিক, অবিলম্বে চাইছেন মুখ্যমন্ত্রী।