জনতা কার্ফু সফল হওয়ায় রাজ্যের মানুষকে সৈনিকের মর্যাদা দিলেন রাজ্যপাল

0
35

করোনাভাইরাসকে আটকাতে রাজ্যের প্রতিটি মানুষকে কার্যত সৈনিকের মর্যাদা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। তবে সচেতন হতে হবে। যদিও মানুষ করোনার মোকাবিলায় অনেক সচেতন হয়েছে বলে জানান জগদীপ ধনকড়।

সোমবার করোনা নিয়ে টুইট করে এইভাবেই রাজ্যের মানুষের প্রশংসা করেছেন রাজ্যপাল। ট্যুইটে তিনি লিখেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসাধারণের কারফিউ করার আহ্বান অত্যন্ত সফল হয়েছে। তার জন্যও রাজ্যবাসীকে ধন্যবাদ জানান রাজ্যপাল।