দমদম জেল সূত্রে একটি বড় খবর। প্রেমিক অজিতের সঙ্গে মিলে স্বামীকে খুন করার অভিযোগে ধৃত মনুয়াকে গোলমালের সময় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পাঁচছজন পুরুষ বন্দি? জেল প্রশাসন সরকারিভাবে এই খবর স্বীকার না করলেও জেলের একাধিক সূত্রে এই ভয়ানক প্রবণতার ঘটনা জানানো হয়েছে। এর ফলে মহিলা বন্দিদের সুরক্ষা আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে। সশস্ত্র পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলের বন্দিদের একাংশও এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করেছেন। একটি সূত্র বলছে, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে শুধু মনুয়া নয়, এখন বহু মহিলা বন্দি আতঙ্কিত। জেলের এক কর্তা অবশ্য বিষয়টিকে ভিত্তিহীন বলেছেন।