করোনা সতর্কতা: জরুরি মামলা ছাড়া কোনও শুনানি নয় কলকাতা হাইকোর্টে, জারি নির্দেশিকা

0
51

সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী, করোনা সংক্রমণ রোধে নতুন মামলার শুনানিতে আপত্তি কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, খুব জরুরি মামলা ছাড়া কোনও মামলা শুনানি হবে না। শুনানি হলেও যথাসম্ভব কম আইনজীবী এবং কর্মী থাকবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে বলে আদালত সূত্রে খবর।