করোনার জের, ফের ধস শেয়ার বাজারে

0
34

করোনার জেরে ধস শেয়ার বাজারে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সূচক নেমে যায় ১০ শতাংশ। যার ফলে প্রায় ৪৫ মিনিট শেয়ার কেনাবেচা বন্ধ করে দিতে হয়। আগের দিনের তুলনায় ২৩০৭ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়ায় ২৭,৬০৮.৮০ তে। অন্যদিকে ৮৪২.৪৫ নেমে নিফটি দাঁড়ায় ৭৯০৩.০০ পয়েন্টে। পর্যবেক্ষকদের ধারণা, লকডাউনের জেরে শেয়ার বাজারের এই হাল। নিফটিতে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে দেশের বড় ঋণদাতা ১২ টি ব্যাংক রয়েছে। তাদের মধ্যে এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই ব্যাংকের শেয়ারের দাম পড়েছে ১২.৭৪ শতাংশ।