কলকাতায় তাইল্যান্ডের এক তরুণীর সোমবার মৃত্যু হয়েছে শ্বাসকষ্টের কারণে৷ এই মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে শহরে। ওই মহিলা বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁর মৃত্যু হয়। কলকাতায় তাইল্যান্ডের এক তরুণীর সোমবার মৃত্যু ভাইরাসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য স্বাস্থ্য দফতর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই তরুণী বেড়াতে এসেছিলেন কলকাতায়৷ হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন৷ সেই সমস্যা নিয়ে তিনি ভর্তি হন হাসপাতালে। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায়, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এ দিন তাঁর মৃত্যু হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।




























































































































