কিছু অতিপন্ডিতের মুখে ঝামা ঘষে জনতা কার্ফুতে সামিল জনতা

0
208

করোনা মোকাবিলায় জনতা কার্ফুর ডাক দেন প্রধানমন্ত্রী। ঘরবন্দি থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রীও। কিন্তু কিছু অতিপন্ডিতকে দেখা গেছে এসব নিয়ে মজা করতে, রসিকতা করতে, অমান্য করার ইঙ্গিত দিতে। কিন্তু বাস্তবে রবিবার দেখা গেল বাংলাসহ গোটা দেশের আমজনতা যেভাবে কার্ফুতে সামিল হল, তা নজিরবিহীন। অতিপাকাদের মুখে ঝামা ঘষে কার্ফু চলছে। মানুষ করোনাশৃঙ্খল ভাঙার চেষ্টা করছেন সর্বশক্তিতে। এর ফল কতটা কী হবে, সময় বলবে। কিন্তু জনতার ঐক্যবদ্ধ লড়াই দৃষ্টান্ত হয়ে থাকল।