বিশেষমহানগররাজ্য জনতা কার্ফু: সব জেলায় সাড়া, রেকর্ড বাংলা বনধ By EBBS Desk - March 22, 2020 0 166 FacebookTwitterPinterestWhatsApp প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর ডাক ছিল। তার সঙ্গে যোগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন- বাড়িতে থাকুন। সেই সঙ্গে বন্ধ রেস্তোরাসহ জমায়েতের সব স্থান। ফলে বাংলায় রেকর্ড বন্ধের চেহারা। কলকাতা স্তব্ধ। জেলাশহর স্তব্ধ।