মিড ডে মিলের চাল, আলু নিতেই স্কুলে জমায়েত!

0
105

রাজ্য সরকার বলেছে করোনা সতর্কতায় জমায়েত এড়াতে স্কুল বন্ধ। মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে শনিবার মধ্য কলকাতার টাকি বয়েজে আজব কান্ড । মিড ডে মিলের চাল, আলু নিতেই জমায়েত ছাত্র, অভিভাবকদের। হাল দেখে অবাক বহু শিক্ষক শিক্ষিকাও। তাহলে জমায়েত বন্ধ হল কই!!