দমদম জেলে ফের অশান্তি? ভেতর থেকে প্রবল শব্দ

0
54

রবিবার দুপুরে দমদম জেলে নতুন করে অশান্তির ইঙ্গিত মিলেছে। ভেতর থেকে প্রবল শব্দ আসছে। সূত্রের খবর, গুলি এবং কাঁদানে গ্যাস, দুরকম শব্দই আসছে। তবে প্রশাসনিক সূত্র এখনও বলছে, এসব রটনা। পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে। নতুন করে অশান্তির প্রশ্ন নেই।