ছত্তিশগড়ে মাও-হামলায় হত ১৭ নিরাপত্তারক্ষী, আহত ১৫

0
56

করোনা-আগ্রাসনের মাঝেই ছত্তিশগড়ের বস্তার এলাকার সুকমার জঙ্গলে ভয়াবহ মাও-হামলা৷ প্রশাসনের বক্তব্য, গত ২ বছরে এটাই সব থেকে ভয়ঙ্কর হামলা।

ছত্তিশগড় প্রশাসন সূত্রের খবর, বস্তার এলাকার সুকমার জঙ্গলে মাও হামলায় প্রাণ গিয়েছে ১৭ জন নিরাপত্তারক্ষীর। আহত হয়েছেন আরও ১৫ জন। সুকমার জঙ্গলে শনিবার রাতে ভয়ংকর এই হামলা চালায় মাওবাদীরা।

রবিবার ছত্তিশগড় পুলিশের DGP দুর্গেশ মাধব অবস্থি জানিয়েছেন, ‘স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১৭ জন নিরাপত্তা রক্ষীর দেহ আপাতত উদ্ধার করা হয়েছে।’ তিনি জানিয়েছেন, মাওবাদীদের হামলায় আরও ১৫ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ১৬টি অস্ত্র লুঠ করে পালিয়েছে মাওবাদীরা। শনিবার রাতে হামলা হলেও খারাপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় বাহিনীর।