বাংলায় আরও এক করোনা আক্রান্তের হদিশ। এটা নিয়ে চলতি সপ্তাহে রাজ্যে চতুর্থ করোনা আক্রান্ত ব্যক্তির হদিশ মিলল। দিন সাতেক আগে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনা আক্রান্ত ৫৪ বছরের এই ব্যক্তি। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
হাসপাতাল সূত্রে খবর, দমদমের বাসিন্দা ওই প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ওই ব্যক্তির বিদেশ যোগের কোনও ইতিহাস না থাকায় চিন্তায় স্বাস্থ্য দফতর। ভারতীয় কমিউনিটিতে এই প্রথম, যা অব্যশই চিন্তার কারণ।





























































































































