‘এখন বিশ্ববাংলা সংবাদ’ আপনাদের কাছে রাজ্য-দেশ-দুনিয়ার খবর পৌঁছে দেয়। আপনারাও 22 মার্চ, রবিবার ‘জনতা কার্ফু’-র দিন আপনার এলাকার ছবি, ভিডিও, খবর আমাদের পাঠাতে পারেন। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার এলাকায় বিভিন্ন সময়ের স্টিল ছবি, ভিডিও বিবরণ-সহ আমাদের ইমেল করুন। এলাকার নাম ও সময় অবশ্যই উল্লেখ করবেন।
জরুরি পরিষেবায় জড়িত মানুষদের বিকেল 5টায় যে ধন্যবাদ জ্ঞাপনের কর্মসূচি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই সময়ের ছবি, ভিডিও বিবরণ-সহ ekhonbiswabanglasangbad@gmail.com এই ঠিকানায় ইমেল করুন। সেখানেও জায়গার নাম অবশ্যই উল্লেখ করবেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.