মোহনবাগানের আই লিগ ঠেকাতে চিঠি ইস্টবেঙ্গলের

0
29

মাঠে খেলে তো আর আই লিগ জেতা হল না। এখন তাই অন্যের সাফল্য ঠেকাতে মাঠের বাইরের খেলা শুরু করেছে ইস্টবেঙ্গল।
মোহনবাগান ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছে এএফসি। সূত্রের খবর, ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার এএফসিকে চিঠি লিখে বলেছেন যেহেতু আই লিগ শেষ হয় নি, তাই যেন মোহনবাগানকে চ্যাম্পিয়ন বলা না হয়। ইস্টবেঙ্গলের অঙ্কটা হাস্যকর। লিগ টেবিলে মোহনবাগানকে ছোঁয়া যাবে না ঠিকই; কিন্তু মোহনবাগান যদি বাকি ম্যাচে কাউকে ওয়াকওভার দেয়, তাহলে পয়েন্ট কাটা যেতে পারে। তখন তো মোহনবাগানকে টপকে যাওয়া যাবে !!! এআইএফএফ সভাপতিকেও লেখা হয়েছে আই লিগ শেষের আগে যেন মোহনবাগানকে জয়ী ঘোষণা না করা হয়।

ইস্টবেঙ্গল কর্তাদের এখন ‘ধন্যি মেয়ে’র জহর রায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। জহরের টিমকে গোহারা হারানোর পর উত্তমকুমার জেতা শিল্ড নাটকীয়ভাবে জহর রায়ের হাতেই দিয়ে চলে গেছিলেন। তখন জহর সগর্বে বলেছিলেন,” বলেছিলাম না, শিল্ড আমি গ্রামের বাইরে যেতে দেব না!” ময়দানে রসিকতা, ইস্টবেঙ্গলে এখন জহর রায়দের ভিড় বেড়েছে।