গোটা বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত। চলছে মৃত্যু মিছিল। আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। বাদ পড়েনি আমাদের শহর কলকাতাও। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত মানুষকে সচেতনতার কাজ চলছে।
তারই অঙ্গ হিসেবে শনিবার সকালে স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত-এর উদ্যোগে বাঘাযতীন-পাটুলি এলাকার বিভিন্ন রাস্তা ও বাজারে মাস্ক বিতরণ কর্মসূচি হলো। যেখানে হাজির ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।
ডেপুটি মেয়র বলেন, করোনার কোনও প্রতিষেধক এখনও ওঠেনি। তাই সচেতনতাই এর একমাত্র প্রতিষেধক। কষ্ট করে হলেও যতটা সম্ভব ভিড়-জমায়েত এড়িয়ে চলতে হবে। বাড়ি থেকে কয়েকটা দিন না বেরোনোই ভালো। সকলকে নিজেদের বাড়ির মধ্যেই আইসলেশনে থাকার অনুরোধ করেন তিনি।




























































































































