দেশ কর্মীদের বেতন কমাচ্ছে কিছু বিমানসংস্থা? By EBBS Desk - March 20, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp করোনাপর্বে যাত্রী কমছে। ক্ষতির মুখে বিমানসংস্থা। ধাক্কা সামলাতে কোনো কোনো কোম্পানি কর্মীদের বেতন কমানোর দিকে যেতে পারে। তার ইঙ্গিত মিলেছে। এই বেতনছাঁটাই সাময়িক না আপাতত এভাবেই চলবে, তা স্পষ্ট নয়।